ঢাকা জেলা ধামরাইয়ে ১০ ইট ভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০২:৫১ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

ঢাকা জেলা ধামরাইয়ে ১০ ইট ভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা


মোঃ শামীম আহমেদ (আশুলিয়া  ঢাকা):


ধামরাইয়ে পরিবেশ দুষণের দায়ে ১০টি অবৈধ ইট ভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত।


আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ধামরাই উপজেলার ভাড়ারিয়া এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কাজী তামজীদ আহমেদ।


এসময় বিবিসি ব্রিক্সে ৫ লাখ, পিবিসি ব্রিক্সে ৫ লাখ, ডিবিসি ব্রিক্সে ৫ লাখ ,ইমন ব্রিক্সে ৫ লাখ ,ফোর স্টার ব্রিক্সে ৫ লাখ, নুর ব্রিক্সে ৫ লাখ, এন এ এম ব্রিক্সে ৬ লাখ, হালাল ব্রিক্সে ৬ লাখ, আইএনসি ব্রিক্সে ৬ লাখ, স্টার ব্রিক্সে ৬ লাখ। ১০ ইট ভাটাকে মোট ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটা গুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।


কাজী তামজীদ আহমেদ জানান, এ অভিযান চলমান প্রক্রিয়া এর অংশ হিসেবে আজ ঢাকার ধামরাইয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার জন্য দশটি ইট ভাটাকে সর্বমোট ৫৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।


এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব, পরিদর্শক প্রতীক ইসলাম, ক্যাশিয়ার উজ্জল বরুয়া সহ আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: